এক নজরে সারা বিশ্বের সেরা স্মার্টফোন সমগ্র।
সারা বিশ্বজুড়ে স্মার্টফোন এমন একটি যন্ত্র হয়ে দাড়িয়েছে যে এটি ছাড়া আসলে বর্তমান বিশ্ব এক মূহূর্ত ও চলতে পারবে না। তাদের এ পথ চলার পেছনে সেরা কিছু স্মার্টফোন নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করছি।বর্তমানে নিত্য নুতন সুবিধা নিয়ে হাজির হয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বর্তমান সময়ের সেরা স্মার্টফোন গুলো অ্যাপল, স্যামসং, এল জি, নকিয়া, সনি, এইচটিসি, ব্লাকব্যারির তৈরি স্মার্টফোন। সিনেট ওয়েবসাইট স্মার্টফেন সম্মন্ধে ধারনা দিতে তালিকা করেছে সেরা আট স্মার্টফোনের। প্রথমেই আসি আইফোন ৫ এর কথায়-
দুই বছর ধরে বিভিন্ন গুজবের অবসান ঘটিয়ে ২০১২ সালের ১২ সেপ্টেম্বর হালকা পাতলা গড়নের ফোর,জি প্রযুক্তির আইফোন ৫ এর বাজারে আসার ঘোষনা দিয়েছিল অ্যাপল। সারা বিশ্ববাসিই তাকিয়ে ছিল এ স্মার্টফোনটির দিকে। কাচ ও অ্যালুমিনিয়ামের কাঠামোয় তৈরি স্মার্টফোনটির ওজন ১১২গ্রাম ও এটি ৭ দশমিক ৬৬ মিলিমিটার পুরুত্বের এটিতে ব্যাবহার করা হয়েছে ডুয়েল কোর প্রসেসর।
এবার স্যামসাং গ্যালাক্সি এস এর কথা- ১৪ই মার্চ নিউইয়র্কে একটি অনুষ্ঠানে উম্মচিত হয় স্যামসং এর গ্যালাক্সি সিরিজের “এস৪” এর। স্মার্টফোনটিতে আ্ইট্রকিং এবং জেশ্চার কন্ট্রল বা অঙ্গভঙ্গি সন্ক্তকরন প্রযুক্তিও ব্যাবহার করা হয়েছে। ৪ দশমিক ৯৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে দুই গিগাবাইট র্যাম, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং হাই ডেফিনেশন বা এইচডি মানের ভিডিওর সুবিধা রয়েছে। স্মার্টফোনটিতে আই স্ক্রল ও ফ্লোটিং টাচ সুবিধা রয়েছে। ফলে চোখের ইশারা ও অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারে।
বাজারের আলোচিত আরেকটি স্মার্টফোন হচ্ছে সনির এক্সপেরিয়া জেড। অ্যান্ড্রয়েড জেলিবিননির্ভর স্মার্টফোনটিতে রয়েছে ১ দশমিক ৫ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর। পানিরোধী সুরক্ষাযুক্ত এ স্মার্টফোনটি ময়লা হলে পানি দিয়ে ধুয়েও ফেলা যায়। স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসির তৈরি আলোচিত স্মার্টফোন হচ্ছে ‘এইচটিসি ওয়ান’। সম্প্রতি প্রকাশিত ‘হোম’ সফটওয়্যারটি প্রথমত এইচটিসি ওয়ান স্মার্টফোনটিতেই যুক্ত হচ্ছে। ১ দশমিক ৭ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসরের ও এক গিগাবাইট র্যামের স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডনির্ভর। এইচটিসির এ স্মার্টফোনটিকে বলছে ‘আলট্রা-পিক্সেল’ ক্যামেরাযুক্ত স্মার্টফোন।LiFRst of Top Free Mobile Software Download Site
- See more at: http://mobilepricebd24.blogspot.com/2012/08/nokia-codes-tips-and-tricks.html#sthash.cUzgzk6I.dpuf
No comments:
Post a Comment