Thursday, September 5, 2013

১৫ টি ফ্রী Android Sports গেমসের ডাউনলোড লিংক+অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কথা বলুন ফ্রীতে.

অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কথা বলুন ফ্রীতে.

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত মুঠোফোন ব্যবহারকারীরা চাইলেই খুব সহজেই অন্য যেকোনো অ্যান্ড্রয়েড মুঠোফোনে কল করতে পারেন একেবারে বিনা মূল্যে! দুনিয়ার যেকোনো প্রান্তে! এ জন্য কী কী দরকার হবে একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত মুঠোফোন,
ইন্টারনেট সংযোগ আর একটি বিশেষ সফটওয়্যার। এই বিশেষ সফটওয়্যারটির নাম হলো ‘ভাইবার’। এটি নামিয়ে নেওয়া যাবে গুগল প্লে স্টোর (http://goo.gl/xumYx) থেকে একেবারে বিনা মূল্যে। এর আকার ৭ মেগাবাইট। এটি মুঠোফোনে নামিয়ে নিয়ে ইনস্টল করার পর জায়গা নেবে প্রায় ১২ মেগাবাইট। আপনার ব্যক্তিগত ফোন নম্বরটিই আপনার ভাইবার আইডি হিসেবে নিবন্ধন করতে হবে অ্যাপ্লিকেশনটির শুরুর পেজে। এবারে ভাইবারের ভেতরের ফোনবুকে গেলে দেখতে পাবেন, আপনার অন্য যেসব বন্ধু ভাইবার ব্যবহার করেন, তাঁদের তালিকা।
http://cdn.asia.cnet.com/i/r/2009/hp/62058512/google_android_mobile_growth.jpg
এখন এখান থেকে কল দিলেই হলো। সেই সঙ্গে মেসেজ, গ্রুপ মেসেজও পাঠাতে পারবেন একেবারে বিনা মূল্যে। এ জন্য ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে উভয়েরই মুঠোফোনে। যাঁরা ভাইবার ব্যবহার করেন না, তাঁদের আমন্ত্রণ পাঠাতে পারবেন ভাইবার থেকে। উল্লেখ্য, আপনার মুঠোফোনে অ্যান্ড্রয়েডের ২.২ ফ্রইয়ো বা তার পরবর্তী সংস্করণ থাকতে হবে।

 

১৫ টি ফ্রী Android Sports গেমসের ডাউনলোড লিংক

কিছু এন্ডুয়েড গেমস পেয়ে গেলাম এবং চট করে কয়েকটি ডাউনলোড করে খেলে দেখলাম বেশ মজার কিছু গেমস। তবে গেমস গুলো একটি পুরনো সত্যেও মান সম্মত প্রতিটি গেমস আসা করি আপনাদের ভালো কিছু মুহূর্ত কাটবে এই গেমস গুলোর সাথে। ধন্যবাদ।
 

1) Pool Master Pro


 

2) Cricket T20 Fever 3D


 

3) 3D Bowling


 

4) Basketball Shots 3D


 

5) Devil Ninja


 

6) Penguin Baseball


 

7) Darts 3D


 

Leo’s RC Simulator


 

9) Stardunk


 

10) Wild West Sheriff Lite


 

11) Beer Pong HD


 

12) Ninja Dash- Delux


 

13) Golf Score Card


 

14) Baseball Superstars


 

15) Liga de Futbol Professtional


 
আমার পোস্ট যদি ভালো লাগে আপনাদের কাছে প্লিজ মন্তব্য করুণ। এছারাও কোথাও কোন রকম ভুল করে থাকলে আমাকে জানান আমি চেষ্টা করব ঠিক করে নিতে। ধন্যবাদ। 


এভাস্ট এর মেয়াদ করুন ২০৩৮ সাল পর্যন্ত।

এভাস্ট এর মেয়াদ করুন ২০৩৮ সাল পর্যন্ত।
**আসসালামুয়ালাইকুম**

বেশী কথা না বলে দিয়ে দিচ্ছি ২৫ বছর মেয়াদ কাল এর এভাস্ট লাইসেন্স কি !!!

এইবার  আরামছে ব্যাবহার করতে থাকুন ২৫ বছর লাসেন্সক্রিত এন্টিভাইরাস।
 
অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ২০১৩: : >> ডাউনলোড করুন
Serial key Valid until 2038 [For 25 Years]: C6788288R9977A0910-8P92KHP0
ইনস্টল এর নিদের্শনা:
- Avast ইন্টারনেট সিকিউরিটি ইনস্টল করুন.
- প্রদত্ত Licence/Serial Key দিয়ে Register করুন .
- ব্যস, Enjoy.
আপনার Avast ! Internet Security 2013 টি 2038 সাল পর্যন্ত Activate হয়ে গেল!!!
ধন্যবাদ সবাইকে..ধন্যবাদ ।
 

No comments:

Post a Comment