Saturday, September 7, 2013

১০ সেকেন্ড আগেই জানুন যে (আপনার মোবাইলে কল আসছে).

১০ সেকেন্ড আগেই জানুন যে (আপনার মোবাইলে কল আসছে)

অনেকে মিস কল পাগল। তারা শুধু মিস কল দিতে জানে। তাদের স্বভাব বদলাতে আপনিও এগিয়ে আসতে পারেন । আর তাই নিচের আটির্কেলটা পডে  আপনি ১০ সেকেন্ড আগেই জানুন  যে আপনার MOBILE PHONE এ কল আসছে!!! আর  মিস কল পাগল লোকাটার মোবাইলের টাকা গেচাং করে দিন ।

http://www.sickandwrongpodcast.com/wp-content/uploads/2012/06/casual-call.jpg
কিভাবে কি করবেনঃ  
1st আপনার মোবাইলের Menu অপশনে যেতে হবে
 তারপর Setting এ গিয়ে Connectivity তে গিয়ে pocket data তে যেতে হবে 
তারপর Pocket data conn. যেতে হবে তারপর always online a সিলেক্ট করতে হবে|
তারপর আপনার মোবাইলের ওপরের চিন্থতে E চিন্থ দেখবেন এই চিন্থটিই হচ্ছে এই বেপারটা বোঝার ।
 যখন কল আসবে তখন E চিন্হটি কেটে যাবে ।   
http://inclusiveinternationalcalls.files.wordpress.com/2012/01/free-call.jpg 

 1 SECOND A যেকোনো মোবাইলে বাংলা পড়ুন.

মোবাইলে ইন্টারনেট ব্যবহার এখন খুব সাধারণ ও জনপ্রিয় , আর এখন অনেক সাইট এ ফ্রী সেবা পাওয়া যায় । কিন্তু সাইট গুলো বাংলায় । আর আমাদের অনেক মোবাইলে বাংলা ফন্ট না থাকায় আমরা সেবা থেকে বঞ্চিত হই । তাই আপনাদের সস্থির খবর দিতে নিচের পোস্টটি ।


ধাপ:
১. প্রথমে অপেরা মিনির এই বিশেষ ভার্সনটি ডাউনলোড করে নিনঃ
* Dawnload জাভা ভার্সন ৩১৩ কেবি
* Dawnload সিম্বিয়ান ভার্সন ৮৮৭ কেবি
* Dawnload অ্যান্ডোয়েড ভার্সন ৮৫৯ কেবি
২. অপেরা মিনি (OPERA MINI)  (START) চালু করুন ।
৩. www. এর স্থানে “opera:config” লিখুন (এড্রেসবক্স এ) ।

৪. Ok তে ক্লিক করলেই “Power-user settings” শিরনামে একটি পেজ আসবে ।

৫. পেজ এর নিচের দিকে সর্বশেষ অপশন “Use bitmap fonts for complex scripts” তে গিয়ে
৬. “No” কে “Yes” এ পরিবর্তন করুন ।
৭.এখন পেজ এর শেষ লাইন থেকে “save” এ ক্লিক করুন ।

আপনার কাজ শেষ এখন আপনি আপনার মোবাইলে বাংলা দেখতে পাবেন.
 

No comments:

Post a Comment