হ্যাক করুন বাংলালিংক সিম থেকে আনলিমিটেড এস.এম.এস (আপডেটেড).
প্রথমে আসুন দেখি যা যা লাগবেঃ
১। একটি বাংলালিংক সিম।২। সিমে ব্যালেন্স থাকতে হবে কমপক্ষে ৫.৭৫ টাকা। তবে ৭ টাকার বেশি হলে হবে না। অর্থাৎ আপনার ব্যালেন্স থাকতে হবে ৫.৭৫ থেকে ৭ টাকার মধ্যে।
৩। নোকিয়ার একটি Simple মোবাইল। যেমনঃ ১২০২,১২০৮,১২০৯,১১০০,১২০০,১১১০ ইত্যাদি হলে ভাল হয়। তবে চায়না ফোনে হবে না।
৪। অন্য আরেকটি মোবাইল ( যেকোনো মডেল ও যেকোনো অপারেটর হলে চলবে )।
এইবার আসুন কিভাবে কাজটি করতে হবে তা দেখে নেইঃ
১। প্রথমে আপনার বাংলালিংক ফোন থেকে আপনার পাশে থাকা অন্য একটিমোবাইল নাম্বারে ১ টা কল দেন।২। কল টা রিছিভ করবেন না।
৩। কল টা ডুকার সাথে সাথে চাপুন *132*1#
এবং পরে Reply এ 1প্রেস করেOk চাপুন।
৪। Request not completedদেখাবে।
৫। এখন কল টা কেটে দিন অথবা Ring শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৬। এবার*124# ডায়ালকরে আপনার ব্যালেন্সদেখুন। ( দেখবেন অপরিবর্তিত আছে )।
৭। এখন *124*2# ডায়াল করে আপনার ফ্রী এস এম এস এর ব্যালেন্স দেখে নিন।
এভাবে যত খুশী ততবার এস এম এস কিনুন একদম ফ্রীতে।
বিশেষ দ্রষ্টব্যঃ ৩০ সেকেন্ড এর ভেতর পুরো কাজ শেষ করতে হবে। এই এসএমএস আপনি শুধু Banglalink to Banglaink নাম্বারে পাঠাতে পারবেন।
No comments:
Post a Comment