টনসিলের প্রদাহ : কারণ, লক্ষণ, প্রতিকার:
লক্ষণ:
- গিলতে অসুবিধা, ফলে বাচ্চারা খেতে চায় না
- কানে ব্যথা
- জ্বর, জ্বরে কাঁপুনি
- মাথা ব্যথা
- গলার লিম্ফ গ্রন্থি বড় হয়ে গলা ফোলা মনে হয়
- টনসিল দেখতে লাল হয়ে যায় ও এর উপর সাদা সাদা বা হলুদ দাগ দেখা যায়
- গলায় ও মাড়িতে ব্যথা হয়
জটিলতা:
- টনসিল ফুলে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়া
- গিলতে অসুবিধা হওয়ায় পানি না খেয়ে ডিহাইড্রেশন
- বাতজ্বর এমনকি রিউমেটিক হার্ট ডিজিজ
- গলার অন্যান্য স্থানে পেরিটনসিলার এবসিস
কি করলে ভাল লাগবে?
- ঠান্ডা তরল পান করা করা আইসক্রিম চুষে খাওয়া
- উষ্ণ গরম পানি খাওয়া
- কুসুম গরম পানি দিয়ে বার বার গড়গড়া করা
- বেনজোকাইন জাতীয় লজেন্স চুষে খাওয়া
কখন বুঝবেন ডাক্তারের কাছে যেতে হবে?
- যখন দেখবেন মুখ দিয়ে লালা নিঃসরণ হচ্ছে
- জ্বর ১০১ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি
- ফলার পেছন দিকে পুঁজ দেখা যাচ্ছে
- গিলতে অসুবিধা হচ্ছে
- গলায় ফুলে ওঠা লিম্ফ গ্রন্থিতে অনেক ব্যথা করছে
No comments:
Post a Comment