Wednesday, September 11, 2013

মোবাইল ফোন চার্জ দেওয়ার নতুন পণ্য। SmartPhone ওয়ালাদের জন্য.

মোবাইল ফোন চার্জ দেওয়ার নতুন পণ্য। SmartPhone ওয়ালাদের জন্য


ভ্রমণের সময় ফোনে চার্জ দেওয়ার সুযোগ মেলে না প্রায়ই। তাই চার্জের সমস্যা দূর করতে সনি ও অন্যান্য প্রতিষ্ঠান গুলো তৈরি করেছে পাওয়ার ব্যাংক ডিভাইস। এটি অবশ্য শুধু স্মার্টফোনের জন্যই। বিদ্যুৎ না থাকলেও যেকোনো জায়গায় এটি স্মার্টফোন চার্জ করতে পারে। 

এটি কোন কোন পণ্যতে ব্যবহার যোগ্যঃ

  ◘ iPhone, iPad, iPod
  ◘ Motorola 
  ◘ Nokia
  ◘ SonyEricsson 
  ◘ Samsung
  ◘ Blackberry
  ◘ Game Consoles
  ◘ Digital Camera
  ◘ Mp3/Mp4 players
  ◘ Bluetooth headsets
 
এর ভিতরে Proprietary Software নামে এমন একটি সফটওয়্যার দেওয়া আছে যা একে নিয়ন্ত্রন করে এই ভাবে যে, কতটুক ভোল্টেজ লাগবে, কি ব্যটারি আছে তা কতক্ষণ চার্জ দেওয়া লাগবে, এর সেফটি এর বিষয় ও রয়েছে এর ভিতরে এবং চার্জ পরিপুর্ন হলে মোবাইল ডিভাইজটি অটোমেটিক বন্ধ হয়ে চালু হবে। 
এর ভিতর অনেক মডেল রয়েছে যাই হোক আমি এর একটির কথা বলছিঃ
মডেল নাম্বারঃ NRGDeck Power Bank 5000mAh External Battery
এতে রয়েছে চার্জার ও USB সিস্টেম।
 
 
এটি ব্যবহার করা যাবেঃ

  ◘ The new iPad” the 3rd Gen ipad, iPad2, iPhone 4S 4 3Gs 3G, iPod Touch (1G to 5G),

  ◘ Android (Samsung Galaxy Note S3, S2, S, 

  ◘ HTC Sensation, EVO, Thunderbolt, etc. 

  ◘ LG Optimus V, etc.), 

  ◘ Blackberry (Bold, Curve, Torch, etc.), 

  ◘ Droid (Motorola Razr), 

  ◘ Plus Major Tablet PCs with 5V input (Samsung, Blackberry, HTC) etc., 

  ◘ Nintendo, 

  ◘ Sony PSP (adaptors sold separately,) 

  ◘ এবং আরো অনেক 

 
 এটি এখনো বাংলাদেশে আসেনি, তবে এর মতই অনেক পণ্য বাজারে পাওয়া যায়।
এটি আপনি Amazon.com থেকে ক্রয় করতে পারবেন। মাত্র ৩০.৯৯ ডলারে যা বাংলাদেশ টাকায়ঃ ২৫৫০ টাকা।

No comments:

Post a Comment