Friday, October 11, 2013

আনভেরিফাইড পেপাল দিয়ে ডোমেইন ক্রয় করার পদ্ধতি.



আনভেরিফাইড পেপাল দিয়ে ডোমেইন ক্রয় করার পদ্ধতি.

Information

পেপাল একাউন্ট ভেরিফাইড না থাকায় ডোমেইন ক্রয় করতে পারছেন না? আসুন দেখি কিভাবে আপনি আপনার পছন্দনীয় ডোমেইন ক্রয় করতে পারেন আনভেরিফাইড পেপাল একাউন্টের ব্যালেন্স দিয়ে।
http://www.namecheap.com/ প্রথমে এই সাইটে প্রবেশ করুন।
namecheap-home
নিচের মত একটি পেইজ দেখতে পাবেন। সার্চ বক্সে আপনার কাংখিত ডোমেইনের নামটি লিখে সার্চ দিন।
namecheap-checkout
এরপর আপনাকে আপনার Shopping Cart দেখাবে । আপনি সবকিছু দেখে শুনে Express Checkout এ ক্লিক করুন।
এবার আপনাকে একটি একাউন্ট খুলতে হবে www.namecheap.com । একটি একাউন্ট খুলে ফেলুন।

namecheap-account
একাউন্ট খুলে লগইন করার পর নিচের মত চিত্র আসবে। Check out with PayPal বাটনে ক্লিক করুন।
namecheap-payment
আপনি পেপালের নিজস্ব পেজে রিডাইরেক্ট হবেন।
namecheap-paypal
লগইন করুন। নিদিষ্ট ডলার প্রদান করুন।
অতঃপর পুনরায় আপনার ডোমেইন একাউন্টে ফিরে আসুন । ব্যাস হয়ে গেল আনভেরিফাইড পেপাল দিয়ে ডোমেইন কেনা।

No comments:

Post a Comment