Saturday, November 2, 2013

এন্ড্রয়েডে হাতের মুটোয় দুনিয়া, আপনি মিস করবেন কেন?

এন্ড্রয়েডে হাতের মুটোয় দুনিয়া, আপনি মিস করবেন কেন?


দেশে 3G আসার পর থেকে একটা বিষয় লক্ষণীয় , আর সেটা হল থ্রিজির মুল একটা বিষয়- লাইভ টিভি দেখা ।
অনেক আগে আমি একটা পোস্ট করেছি এটি নিয়ে আজ আবার করছি, কারন তখন থ্রিজি ইউসার কম ছিল কিন্তু এখন অনেক বেশি ।

যাই হোক , টেলিটক দেশে প্রথম থ্রিজি নিয়ে আসে ।
তাদের ওয়েব সাইট থেকে টিভি দেখতে হলে মাসিক, সাপ্তাহিক, দৈনিক হারে বিল দিতে হয় অথবা প্রতি মিনিট হিসেবে পেমেন্ট করতে হয় । কিন্তু আমি থাকতে আপনারা কেন ডাবল খরচ করবেন। একদিকে নেট বিল অন্যদিকে টিভি বিল, তাই যাতে শুধুমাত্র নেট দিয়েই ফ্রি টিভি দেখা যায় তার ব্যবস্থা করছি ।।

প্লে স্টোরে অনেক এপ্লিকেশন পাওয়া যায় যা দিয়ে ফ্রিতে টিভি দেখা যায় ।
আপনারা সব এপস আর গেমস এর প্লেস্টোর ছাড়া লিঙ্ক দিতে বলেন,আমরা দেই, কিন্তু টিভির জন্য প্লেস্টোর ভালো হবে ।

তাই প্লেস্টরের লিঙ্ক দিলাম ।
সহজে পেতে চাইলে মোবাইলের স্টোরে গিয়ে নামটি দিয়ে সার্চ দিন চলে আসবে ।
এপ্লিকেশনটি ইনস্টল দিয়ে ওপেন করুন আর উপভোগ করুন টিভি । কোন প্রক্সি লাগবেনা ।

১/ Bangla TV live free যারা পিসিতে jagobd.com এ লাইভ টিভি দেখেছেন তারা নিশ্চয় জানেন অনলাইন টিভির জন্য জাগো বিডি সেরা । এই এপসটি জাগো বিডি থেকে সরাসরি আপনার মোবাইলেও টিভি দেখাবে । ওপেন করলে ফ্ল্যাশ প্লেয়ার ডাউনলোড করতে বললে ডানলোড করে নিন এবং উপভোগ করুন ।
https://play.google.com/store/apps/details?id=com.bengalilivefreetv
2/ Desh IPTV এটা দিয়ে দেশের অনেক চ্যানেল দেখতে পাবেন । ফুল স্ক্রিন হবে একটুও আটকাবেনা । https://play.google.com/store/apps/details?id=com.ipmarco.deshiptv
3/ DTV india এটা অনেক মজার কারন, খেলাধুলা,মুভি,গান আর ইন্ডিয়া এবং বাংলাদেশের সব কটি চ্যানেল এখানে আছে । বাংলাদেশের টিভি দেখতে এপস এর উপরের BD তে ক্লিক করুন । https://play.google.com/store/apps/details?id=com.DWorld.DTVIndia
4/ Bangla TV এটা দিয়ে হাই কোয়ালিটির টিভি দেখা যাবে । তবে চ্যানেল খুব বেশি না । https://play.google.com/store/apps/details?id=org.eyeslave.banglatv
5/ Deshi Live TV এটাও উপরের মত আরেকটি । https://play.google.com/store/apps/details?id=com.codelixir.deshitv
আর কিছু বলবনা উপভোগ করুন লাইভ টিভি ।

No comments:

Post a Comment