Wednesday, July 2, 2014

বিশ্বের সেরা তিনটি মোবাইল ফোন , ক্যামেরার উপর ভিত্তি করে।

ছোট বেলায় , পরীক্ষায় ভালো করলে বাবা কিছু চাইতে বলতেন। আমার পছন্দ ছিল একটা ক্যামেরা। সেইবার পরীক্ষা দিলাম কিন্তু ভালো করলাম না। তবুও বাবা একটা 8 Mega pixel -এর একটা ক্যামেরা দিয়েছিলেন, সেই ক্যামেরা নিয়ে, বন্ধু মহলে আমার সেকি ভাব।এখন পরীক্ষায় ভালো করলেও কেউ আর ক্যামেরার বায়না ধরেনা। কারন , Smart Phone-ই এখন কাঙ্খিত রেজুলেশনের ক্যামেরা পাওয়া যায়। তাই আজকে আমি ,ক্যামেরার উপর ভিত্তি করে, বিশ্বের সেরা তিনটি মোবাইলের বাংলাদেশী মূল্য , ক্যামেরা রেজুলেশন এবং মডেল আপনদের সাথে শেয়ার করলাম।


এটা আমার প্রথম টিউন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।

No comments:

Post a Comment