Thursday, July 10, 2014

বিশ্বের বিস্ময়কর কিছু সেতুর নির্মান

প্রযুক্তির বিকাশের ফলে মানুষ আজ মুহুর্তেই এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারছে মুহুর্তের মধ্যেই । আগে মানুষের একস্থান থেকে অন্য স্থানে যেতে সময় লাগত দিনের পর দিন বা বছরের পর বছর । কিন্তু আজ পৃথিবীর প্রযুক্তির উন্নতির ফলে এক প্রান্ত হতে অন্য প্রান্ত যেতে সময় লাগে সর্বোচ্চ ২৪ থেকে ৩০ ঘন্টা । এবং তা আমরা খুব বিলাসীতার সাথেই যেতে পারছি । তাই একটি নদীর উপর যেমন সেতুর প্রয়োজনীতা অনেক তেমনি প্রযুক্তির উন্নতিও দরকার হয় । যার ফলে পাহাড়ের চূড়াতেও সেতু বা ছোট ব্রিজ নির্মান করা যায় । আজ কিছু বিস্ময়কর ব্রিজ নিয়ে টিউন করব যাতে ব্যবহৃত হয়েছে বিস্ময়কর সব প্রযুক্তি । আর এই ছবিগুলোর কিছুটা থ্রিডিতেও করা হয়েছে

পদ্মা সেতুর ভিত্তিপ্রস্ত


জার্মানী



ফ্রান্স


চায়না


যুক্তরাজ্য


ব্রাজিল


যুক্তরাজ্য


ইতালি


















No comments:

Post a Comment