Thursday, August 21, 2014

ভাবছেন তো নারীরা কি চায় ?

নারীরা কি চায় প্রশ্ন করলে তারা এসব বিষয়ে মুখ খুলতে চায় না । কোন কিছু Clear করে বলতে চায় না । বলে- সব নাকি বুঝে নিতে হবে ! কিন্তু আমরা পুরুষরা কি সবাই মনোবিজ্ঞানী যে মনের খবর Then & There বুঝে ফেলব ?

শতাব্দীর পর শতাব্দী ধরে যা ধোঁয়াশা ছিল টা আমি আজ Clear বুঝে গেছি ।
---------------------------------------আজ আমি R Kal Apni O বুঝতে পেরেছি নারী কি চায় ...


যেহেতু নারীদের মন ও দেহ জটিলতায় ভরা সেহেতু এই প্রশ্নের উত্তর ২ টা ।
১ম উত্তর - “ নারীরা কি চায় তা তারা নিজেরাই জানে না ।“
২য় উত্তর - “ নারীরা চায় আপনি তাদের সাথে শিশুদের মতো আচরণ করেন । যেমন - একটি শিশুকে আপনি ভালবাসেন, যত্ন করেন, অনেক বেশি খেয়াল রাখেন, আদর করেন, খাওয়ান, জামা-কাপড়, চকলেট/তার প্রিয় খাবার কিনে আনেন/দেন, বাইরে ঘুরতে নিয়ে যান, অপরাধ করলে আগে নিষেধ করেন-বকেন- তারপর না মানলে (তার সহ্যের ভিতর) ম্যার দেন ইত্যাদি । মোটামুটি যা যা চাওয়া - পাওয়া থাকতে পারে সাধ্যমতো সব মেটানোর চেষ্টা করেন ।
এতোটুকুই তো । ওরা আর বেশী কিছু চায় না -বিশ্বাস করুন !

বিঃ দ্রঃ ভাবছেন তো বিনিময়ে কি পাবো ? বিনিময়ে তাদের Cuteness পাবেন আর একটু-আধটু ভালবাসা পেলেও পেতে পারেন , সেটা Neutral.
সতর্কতা- কখনও কোন মেয়ের জন্য নিজের পরিবার/Career ছাড়বেন না । কারন, এগুলো আপনার অন্তিম সাথী । মেয়ে চলে যেতে পারে/মারা যেতে পারে/বেঈমানি করতে পারে । কিন্তু এগুলো কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না । (যদিও আমি কি করি তার কোন গ্যারান্টি নেই)

No comments:

Post a Comment