Thursday, August 21, 2014

চল্লিশোর্ধ পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা বেশি ।

বয়স বাড়লে কমে সন্তান উত্পাদন ক্ষমতা- এই ধারণাকে ভুল প্রমাণিত করল ব্রিটিশ বিজ্ঞানীদের নতুন গবেষনা। গবেষনায় দেখা গেছে, কম বয়সীদের চেয়ে চল্লিশোর্ধদের শুক্রানু থেকে সন্তান উত্পাদনের সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ, মধ্যবয়সী পুরুষের শুক্রানুই নারীদের গর্ভ সঞ্চারে অধিক কার্যকর।
ইউকে’র নতুন গাইডলাইনে বলা হয়েছিল শুক্রাণুদাতার বয়স হতে হবে চল্লিশের নিচে। কিন্তু, সমীক্ষা বলছে চল্লিশোর্ধ দাতারাই বেশি সক্ষম। ১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মোট ৪০ হাজার ৪০০টি ইউভিএফ চিকিত্সা পদ্ধতির ওপর সমীক্ষা চালানো হয়েছিল। তাতে দেখা গেছে, ২০ বছরের কম বয়সী শুক্রাণুদাতাদের থেকে ইউভিএফ পদ্ধতিতে গর্ভধারণ যেখানে সম্ভব হয়েছে ২৮.৩ শতাংশ, সেখানে ৪১ থেকে ৪৫ বছর বয়স্ক দাতাদের শুক্রাণু থেকে ইউভিএফ পদ্ধতিতে গর্ভধারণ সফল হয়েছে ৩০.৪ শতাংশ।
নিউক্যাসল ফার্টিলিটি সেন্টার অ্যাট লাইফের চিকিত্সক মীনাক্ষি চৌধুরী জানালেন, “বয়সের সঙ্গে শুক্রাণুর ক্ষমতা কমার কোনও সম্পর্ক নেই। এটা নির্ভর করে শুক্রাণুর মানের ওপর।

No comments:

Post a Comment