Saturday, August 24, 2013

ত্বকের যত্নে বেকিং সোডা .

ত্বকের যত্নে বেকিং সোডা

 রূপচর্চাÑঢাকাটাইমস২৪
এতদিন খাওয়ার জন্যই বেকিং সোডা ব্যবহার করা হয়ে আসছে। সেই বেকিং সোডাই এখন রূপসীদের প্রসাধনের জন্য ব্যবহ্নত হচ্ছে। রুপ বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন বেকিং সোডা ত্বক পরিস্কার ও মোহনীয় করে।আসুন নেই বেকিং সোডা কিভাবে ত্বকের উজ্জলতা তৈরি করে।

ফেইসওয়াশ
দুই চামচ বেকিং সোডা হাতে দিন। এরপর একচামচ গরম পানিতে বেকিং সোডা দিয়ে পেস্ট তৈরি করে ভালোভাবে মুখে লাগান। মৃদু উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন চেহারা রুপোর মত চকচক করছে।
মৃত কোষ তুলে ফেলতে
একচামচ বেকিং সোডা আপনার ফেসওয়াশের সঙ্গে মিশিয়ে ভালো ভাবে মুখে মাখুন।এরপর ধূয়ে ফেলুন। আপনার ত্বক যদি খুবেই তৈলাক্ত হয় তবে এক চামচ বেকিং সোডার সঙ্গে দুই চামচ যবের গুড়ো নিয়ে ত্বকে মাখুন। দেখবেন ত্বক কেমন জেল্লা ছড়ায়।

পায়ের পাতার যত্নে
সারাদিনে কর্মক্লান্তি আপনাকে নিঃস্ব করে দেয়। যা ধকল যায় আপনার পায়ের উপর দিয়েই। দিন শেষে ঘরে ফিরে বেকিং সোডা দিয়ে আপনার পায়ের যত্ন নিতে পারেন।হাফ কাপ বেকিং সোডা চার লিটার পানিতে মিশিয়ে দুই পায়ের পাতা পানিতে আধা ঘন্টা ডুবিয়ে রাখুন। এরপর পা দু’ খানি তুলে পরিস্কার পানি দিয়ে ধুয়ে নিন।

গোসলে
বাইরে ঘোরাঘুরির ফলে রোগ-জীবানু শরীরে বাসা বাধে। তাই দিনের শেষে বেকিং সোডা দিয়ে গোসল করে আপনার শরীর থেকে বিষ দূর করতে পারেন। দুই কাপ বেকিং সোডার সঙ্গে দুই কাপ ইপসম সল্ট মিশিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পানিতে মিশিয়ে গোসল করুন। ব্যস, হয়ে গেল তরতাজ গোসল।

নখের যত্নে
যাদের হাত পায়ের নখ অস্বচ্ছ তারা বেকিং সোডার পেস্ট তৈরি করে নখ পরিস্কার করতে পারেন।

ব্রনের যত্নে
নাখ মুখে ব্রন থাকলে চেহারার সৌন্দযই নষ্ট হয়ে যায়।তাই ব্রনের দাগ থেকে বাঁচতে নিয়মিত মাখতে পারেন বেকিং সোডার প্যাক।

ব্ল্যাক হেডস
যাদের নাকে ব্ল্যাক হেডস আছে তারা বেকিং সোডার প্যাক বানিয়ে মাখতে পারেন। এতে করে আপনার ব্ল্যাক হেডস দূর হওয়ার পাশাপাশি আপনার ত্বকও মসৃন থাকবে।

No comments:

Post a Comment