Friday, August 23, 2013

উপগ্রহ থেকে পাওয়া পৃথিবীর বৈচিত্রময় ছবি

 উপগ্রহ থেকে পাওয়া পৃথিবীর বৈচিত্রময় ছবি

পৃথিবীকে দূর থেকে কেমন লাগে? খালি চোখে আমরা পৃথিবীকে যেমন দেখি আর চেয়ে অনেক সুন্দর আর বৈচিত্রময় আমাদের এ পৃথিবী। নাসার বেশ কিছু স্যাটেলাইট ছবি এখানে শেয়ার করবো। ছবিগুলো অনেকটা কোন বিখ্যাত চিত্রশিল্পীর রঙতুলিতে আঁকা মনে হলেও ছবিগুলো কৃত্রিম উপগ্রহ থেকে তোলা হয়েছে। চলুন তাহলে ছবিগুলো দেখে নেই -
 সুইডেনের সামুদ্রিক ম্যাপ এটি। বাল্টিক সাগরের এই ছবিটি গত সপ্তাহের প্রকাশিত হয়। ছবিটির কচ্ছপাকৃতি সবাইকে মুগ্ধ করেছে।
সুইডেনের সামুদ্রিক ম্যাপ এটি। বাল্টিক সাগরের এই ছবিটি গত সপ্তাহের প্রকাশিত হয়। ছবিটির কচ্ছপাকৃতি সবাইকে মুগ্ধ করেছে।
অনেকটা ফুসফুসের মতো এ ছবিটি
অনেকটা ফুসফুসের মতো এ ছবিটি।
দক্ষিন অস্ট্রেলিয়ার লেক এটি
দক্ষিন অস্ট্রেলিয়ার লেক এটি।
সৌদি আরব ও ইয়ামেনকে বিভক্তকারী Rub' Al Khali সাগরের ছবি
সৌদি আরব ও ইয়ামেনকে বিভক্তকারী Rub’ Al Khali সাগরের ছবি।
ছবিটা দেখে কোন একজন চিত্র শিল্পীর সুচারু হাতের কাজ মনে হচ্ছে। উত্তর আমেরিকার মিসিসিপি নদীর ভৌগোলিক ছবি এটি।
ছবিটা দেখে কোন একজন চিত্র শিল্পীর সুচারু হাতের কাজ মনে হচ্ছে। উত্তর আমেরিকার মিসিসিপি নদীর ভৌগোলিক ছবি এটি।
আটলান্টিক মহাসাগর থেকে তোলা ছবি। গ্রিষ্মের সময় যখন কিছু বরফ গলতে থাকে তখন সেটেলাইট থেকে এরকম অভিনব দৃশ্য দেখা যায়।
আটলান্টিক মহাসাগর থেকে তোলা ছবি। গ্রিষ্মের সময় যখন কিছু বরফ গলতে থাকে তখন সেটেলাইট থেকে এরকম অভিনব দৃশ্য দেখা যায়।
 ইরানের সবচেয়ে বড় লবনাক্ত মরুভূমির ছবি এটি। পোষ্টারে রঙের ঝালকানি মনে হচ্ছে।
ইরানের সবচেয়ে বড় লবনাক্ত মরুভূমির ছবি এটি। পোষ্টারে রঙের ঝালকানি মনে হচ্ছে।
কানাডার সমুদ্র তীরে বরফ আর পানির মিলনমেলায় নীলাভ ছবি
কানাডার সমুদ্র তীরে বরফ আর পানির মিলনমেলায় নীলাভ ছবি।
ছবিটা বেশ সুন্দর লাগছে। প্রকৃত বেপার হলো রকি পর্বতে হালকা একটা মেঘের উপরে সূর্যের আলো পরে এরকম লাল বর্ণ ধারন করেছে।
ছবিটা বেশ সুন্দর লাগছে। প্রকৃত বেপার হলো রকি পর্বতে হালকা একটা মেঘের উপরে সূর্যের আলো পরে এরকম লাল বর্ণ ধারন করেছে।
আলজেরিয়ার সাহারা মরুভূমির ছবি এটি
আলজেরিয়ার সাহারা মরুভূমির ছবি এটি।

No comments:

Post a Comment