পানির নিচের বৈচিত্র
পৃথিবীর তিন চতুর্থাংশই পানি আর বরফে ঢাকা। স্থলভাগের প্রানীদের সাথে পরিচয় থাকলেও পানির নিচের অনেক অজানা রহস্যই আমাদের ধরা ছোয়া বা দেখার বাইরে রয়ে যায়। তবে এডভেঞ্চার প্রিয় কিছু মানুষ সেই সব অজানা রহস্যের সন্ধান করে বেড়াচ্ছেন প্রতিনিয়ত। বারাবরের মতো শুক্রবারের আয়োজন হিসেবে পানির নিচের রহস্যময় কিছু ছবি নিয়ে আজ হাজির হলাম।

ইন্দোনেশিয়ার একটি ছবি প্রতিযোগিতায় শেরা ছবি নির্বাচিত হয় এটি। সিলফ্রা আইসল্যান্ডের পানির নিচের একটি জায়গা থেকে থেকে ছবিটি তোলা

নিজের ডিমকে শত্রুর হাত থেকে রক্ষার জন্য একটি জলজপ্রানীর প্রচেষ্টা, ফিলিপিনের এলিনাও থেকে ছবিটি তোলা হয়।

মিশরের লাল সাগর থেকে লায়নফিশের ছবি এটি।

টার্পুন এবং সিলভারসাইডস এর ছবি এটি। বছরের মাত্র একটি সময়ে দেখা যায় এই দূর্লভ দৃশ্য।

সমুদ্রের ঘোড়া নামে পরিচিত এই প্রানীটি অন্তস্বতা

অনেকটা মানুষের মুখাকৃতি blue-eyed moray eel এর ছবিটি ইন্দোনেশিয়া থেকে তোলা হয়।
পৃথিবীর তিন চতুর্থাংশই পানি আর বরফে ঢাকা। স্থলভাগের প্রানীদের সাথে পরিচয় থাকলেও পানির নিচের অনেক অজানা রহস্যই আমাদের ধরা ছোয়া বা দেখার বাইরে রয়ে যায়। তবে এডভেঞ্চার প্রিয় কিছু মানুষ সেই সব অজানা রহস্যের সন্ধান করে বেড়াচ্ছেন প্রতিনিয়ত। বারাবরের মতো শুক্রবারের আয়োজন হিসেবে পানির নিচের রহস্যময় কিছু ছবি নিয়ে আজ হাজির হলাম।
এক
ইন্দোনেশিয়ার একটি ছবি প্রতিযোগিতায় শেরা ছবি নির্বাচিত হয় এটি। সিলফ্রা আইসল্যান্ডের পানির নিচের একটি জায়গা থেকে থেকে ছবিটি তোলা
দুই
নিজের ডিমকে শত্রুর হাত থেকে রক্ষার জন্য একটি জলজপ্রানীর প্রচেষ্টা, ফিলিপিনের এলিনাও থেকে ছবিটি তোলা হয়।
তিন
মিশরের লাল সাগর থেকে লায়নফিশের ছবি এটি।
চার
টার্পুন এবং সিলভারসাইডস এর ছবি এটি। বছরের মাত্র একটি সময়ে দেখা যায় এই দূর্লভ দৃশ্য।
পাঁচ
সমুদ্রের ঘোড়া নামে পরিচিত এই প্রানীটি অন্তস্বতা
ছয়
সমুদ্রের একটি কচ্ছপকে জাল দিয়ে আবদ্ধ করে ফেলা হয়েছে।
সাত
অনেকটা মানুষের মুখাকৃতি blue-eyed moray eel এর ছবিটি ইন্দোনেশিয়া থেকে তোলা হয়।
No comments:
Post a Comment