মহাকাশের বৈচিত্রময়তা
প্রতি শুক্রবারের আয়োজন সাপ্তাহিক ছবি ব্লগে সবাইকে স্বাগতম। আজ দেখতে পাবেন বিভিন্ন উপগ্রহ থেকে তোলা মহাকাশের কিছু ছবি। ফটোগ্রাফী, বৈজ্ঞানিক আবিষ্কার আর চিত্ত বিনোদন যেখানে এক হয়ে কাজ করে। ভিন্ন গ্রহের প্রতি আগ্রহের কারনে বিভিন্ন উপগ্রহে রয়েছে বিশেষ ধরনের ক্যামেরা। আর সেই ক্যামেরাবন্দি কিছু ছবি নিয়ে আজকের ছবি ব্লগ।
কোন একটি নক্ষত্রের বিচ্ছুরন ও ধুলিকনা ছড়িয়ে দেওয়ার দৃশ্য
সূর্য থেকে রশ্মি বিচ্ছুরনের দৃশ্য
উত্তপ্ত লোহা, নিয়ন, অক্সিজেন ও সিলিকন থেকে গ্যাস নিঃসরনের মহাকাশিয় দৃশ্য
মঙ্গল গ্রহের ভূ-তলের ছবি
মহাকাশ থেকে আমেরিকার তুষারপাতের ছবি
সাত মিলিয়ন আলোক বর্ষ দূরের একটি গ্যালাক্সি
পৃথিবীর ছায়াযুক্ত চাঁদের ছবি
No comments:
Post a Comment