১০ বছরের আশ্চর্য সামুদ্রিক প্রানী
আবার ফিরে এলাম শুক্রবারের ধারাবাহিক ছবি ব্লগে। বিগত ১০ বছেরে আবিষ্কৃত সবচেয়ে আশ্চর্য সামুদ্রিক জীবদের ছবি নিয়ে সাজানো হয়েছে ছবি ব্লগটি। অধিকাংশ সামুদ্রিক প্রানীগুলোই সমুদ্রের অনেক গভীরে পাওয়া যায়। দুঃসাহসী ডুবুরী আর রিমোট কন্ট্রোল চালিত যানের মাধ্যমে ছবিগুলো তোলা হয়। তাহলে ছবিগুলো দেখুন আর মতামত দিন।এক.
Yeti Crab প্রায় ছয় ইঞ্চি লম্বা, ২০০৫ সালে মার্চ মাসে এই প্রানীটির সন্ধান পায়
দুই.
২০০৫ সালে আর্কটিক সাগরের ৩৫০ মিটার গভীরে এই Sea Angel নামের প্রানীটির সন্ধান মিলে
তিন.
রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত একটি সামুদি্রক যানের মাধ্যমে সিবিলিস সাগরের ২.৮ কিলোমিটার গভীরে এই প্রানীটি দেখা যায়। একে সামুদ্রিক স্কুইড বলা হয়।
চার.
ক্রিসমাস গাছের মতো সামুদ্রিক উদ্ভদ এটি, আপাতত এটার নাম নীল ক্রিসমাস
পাঁচ.
মিস্টার ব্লবি একটি সামুদ্রিক মাছ
ছয়.
ডাম্বু অক্টোপাসটি ২০০৯ সালে সমুদ্রের ১.৬ কিলোমিটার নিচে দেখা যায়
সাত.
বৈজ্ঞানিক নাম Athorybia rosaceaঅনেকটা জেলিফিসের মতো দেখতে।
আট.
ফেরারী কলোনী ২০০৫ সালে প্রথম মানুষের চোখে আসে
নয়.
লোবস্টার একটি স্পূর্ণ ট্রান্সপারেন্ট প্রানী, তাই হয়তো এটা নজরে আসতে এত সময় লেগেছে
দশ.
অন্ধকারে জ্বলে উঠেছে এই সামুদ্রিক জীব ..
No comments:
Post a Comment