Monday, October 7, 2013

দশ বছর বয়সে ভার্সিটির শিক্ষক,,কি অবাক হলেন ?

দশ বছর বয়সে ভার্সিটির শিক্ষক,,কি অবাক হলেন ?

max

গ্রেনেড কিংবা বোমার বিস্ফোরণ নয়, মেধার বিস্ফোরণ ঘটালো সুইজারল্যান্ডের এক বালক। যে বয়সে একটা ছেলে স্কুলে থাকার কথা সেই দশ বছর

বয়সে বিশ্ববিদ্যালয়ে গণিতের ক্লাস নিচ্ছে সে!

সুইজারল্যান্ডের জুরিখ ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছে ম্যাক্সিমিলান জ্যানিস নামের এই বালক। সে কিছুদিন আগে প্রাথমিক বিদ্যালয় শেষ করে মাধ্যমিকে

পদার্পণ করেছে। অথচ বিশ্ববিদ্যালয়ে গণিতের ক্লাস নিচ্ছে! বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল হেনগার্টনার জানান, ছেলেটি খুবই মেধাবী। এই বয়সের

একটি ছেলে বিশ্ববিদ্যালয়ে গণিতের মতো একটি বিষয়ে ক্লাস নেবে সেটা ভাবাও যায় না। তিনি জানান, জার্মান বংশোদভুত তার বাবা এই বিশ্ববিদ্যালয়ে

গণিতের শিক্ষক ছিলেন এবং তিনি গণিতের অনেক বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ। প্রেসিডেন্ট জানান, জ্যানিস গণিতের ক্লাস নিলেও মাধ্যমিকে ডিপ্লোমা শেষ না

করা পর্যন্ত তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে না।

No comments:

Post a Comment