Monday, October 7, 2013

৪.৭ বিলিয়ন ডলারে বিক্রি হচ্ছে ব্ল্যাকবেরি.

৪.৭ বিলিয়ন ডলারে বিক্রি হচ্ছে ব্ল্যাকবেরি.

 ব্ল্যাকবেরি 

 বিক্রি হচ্ছে বিখ্যাত মোবাইল ফোন প্রস্তুত কোম্পানি ব্লাকবেরি। বিনিয়োগ সংস্থা ফেয়ারফ্যাক্সের(firefox) কাছে ৪.৭ বিলিয়ন ডলারে তারা কোম্পানির স্বত্ত্ব বিক্রি করতে রাজি হয়েছে বলে জানিয়েছে ব্লাকবেরি কর্তৃপক্ষ।

গত শনিবার ব্লাকবেরি ব্যবসায়িক লোকসানে কারণ দেখিয়ে বিশ্বজুড়ে সাড়ে চার হাজার কর্মী ছাটাই করবে বলে জানিয়েছিল। তার দুদিন পরই বিক্রির ঘোষণা এলো।
সোমবার এক বিবৃতিতে ব্লাকবেরি কর্তৃপক্ষ জানায়, বিনিয়োগ প্রতিষ্ঠান ফেয়ারফ্যাক্স(FIREFOX) আগে থেকেই তাদের স্টকে থাকা ১০ শতাংশ মজুদসহ এর সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। তবে এবার মোট ৪.৭ বিলিয়ন ডলারে  কোম্পানির পুরো স্বত্ত্ব ক্রয়ের জন্য তাদের সঙ্গে চুক্তির কথা চলছে।
তবে কোম্পানিটি জানিয়েছে, যতক্ষণ না পর্যন্ত তাদের সঙ্গে ফেয়ারফ্যাক্সের(FIREFOX) চুক্তি পুরোপুরি সম্পাদন না হচ্ছে ততদিন পর্যন্ত ব্যবসায়িক সাফল্য নিয়ে বাজারে ফিরে আসার সব ধরনের চেষ্টা চালাবে।
ফেয়ারফ্যাক্সের9FIREFOX) প্রধান প্রেম ওয়াটসা বলেন, আমরা বিশ্বাস করি এই লেনদেন হবে উন্মুক্ত এবং ব্লাকবেরির ও এর ক্রেতা, কর্মচারিদের জন্য দারুণ একটি প্রাইভেট অধ্যায় রচিত হবে।

No comments:

Post a Comment