Wednesday, February 19, 2014

যেভাবে অ্যান্ড্রয়েড এর অ্যাপ্লিকেশান Google Play Store থেকে সরাসরি কম্পিউটার এ ডাউনলোড করবেন :.

অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে সবচেয়ে পরিচিত শব্দটি হল Google Play Store.অ্যান্ড্রয়েড এর অ্যাপ্লিকেশান ডাউনলোড করার জন্য বেস্ট সাইট।
যাইহোক কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাইঃ

১.প্রথমে Google Play Store এ যান :Google Play Store
 

2.যে অ্যাপ্লিকেশান টি ডাউনলোড করবেন ওইটাতে ক্লিক করুন। অ্যাপ্লিকেশান টি ইন্সটল এর অপশন আসলে ব্রাউজার থেকে অ্যাড্রেস টি কপি করুন
 

৩.এবার এই সাইট এ যানঃ এখানে যান
 

৪.বক্স এ কপি করা লিঙ্ক টি পেস্ট করুন এবং “Generate Download Link” ক্লিক করুন। একটু অপেক্ষা করুন। “Generate Download Link” এর ঠিক নীচে ডাউনলোড এর অপশন আসবে। “Click here to download………” এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।

চিত্রে দেখুন
বি দ্রঃ “Generate Download Link” এর ঠিক নীচে ডাউনলোড এর অপশন আসবে এবং তার নিচেই একটা অ্যাড আছে তাই ডাউনলোড এ ক্লিক করার সময় একটু খেয়াল রাখতে হবে। বড় ফাইল ডাউনলোড এর জন্য ডাউনলোড লিঙ্ক পেতে একটু বেশী সময় লাগবে।

No comments:

Post a Comment