Monday, September 8, 2014

free daily 24 hours earn in free real and legit website for trusted bitcoin ......

ওয়েবসাইট নং 1:  [QoinPro]

এটি একটি Fre Unlimited Bitcoin Earning লাভজনক সাইট এবং অন্যান্ন সাইটের চেয়ে একটু আলাদা । এখানে রেজিশট্রেশন করার সাথে সাথে 0.00000250 BTC ফ্রি পাবেন। আসলে শুধু বিটকয়েন নয় এখানে বাড়তি আরো অনেক কিছুই পাবেন। তবে এগুলো আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের শুধু বিটকয়েন নিয়ে চিন্তা করলেই হবে।
এখানে আপনি প্রতিদিন ফ্রি ফ্রি কোন কাজ ছারাই 0.00000001 BTC পাবেন। তবে এখানে আপনার মূল কাজ হচ্ছে রেফারেল সংগ্রহ করা। আপনার রেফারেল লিঙ্কটি ফেসবুক, টুইটার বা ব্লগ এ প্রকাশ করে রেফারেল বাড়াতে পারেন। যত বেশি রেফাররেল বাড়াবেন তত বেশি আয় বাড়বে প্রতিদিন। কারণ এখানে রয়েছে ১২৫০% রেফারেল বোনাস, তাও আবার সাত লেভেল পর্যন্ত।

রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

নিচের মত ১টি পেজ আসবে। এখানে ইমেইল এড্রেস ও পিনকোড দিয়ে সাইন আপ করুন।
Qp 1 এবার খুব সহজে বাড়িয়ে নিন আপনার বিটকয়েন আয়ের পরিমাণ।

এরপর আপনার ইমেইল চেক করে দেখুন একটি এক্টিভেশন ইমেইল এসেছে।

Qp 2 u 500x285 এবার খুব সহজে বাড়িয়ে নিন আপনার বিটকয়েন আয়ের পরিমাণ।

সেই এক্টিভেশন লিংকে(১) ক্লিক করার পর যে পেজ আসবে তাতে আপনার এক্টিভেশন কোডটি(২) দিয়ে একাউন্ট ভেরিফাই করুন।
তারপর আপনার ব্যালেন্স চেক করে দেখুন। আপনার রেফারেল লিঙ্কটি প্রচার করে আয় বাড়াতে থাকুন। মিনিমাম ০.০০০১৫৫০০ btc হলে কয়েনবেসে ট্রান্সফার  করতে পারবেন। তবে এখানে আপনার কাছ থেকে ০.০০০১০০০০ btc সার্ভিস চার্জ কেটে রাখা হবে। তাই অল্পতেই ট্রান্সফার না করে অনেক বেশি পরিমাণ btc জমা হলে ট্রান্সফার করাই ভাল। এখানে প্রতিদিন Automatic বিটকয়েন জমা হবে এবং কিছুদিন পর পর এর পরিমাণ বাড়তে থাকবে।

No comments:

Post a Comment