Tuesday, September 9, 2014

Android মজা [পর্ব-৬১] :: এবার আপনার প্রিয় কন্ঠে চালু হবে আপনার Android ফোনটি ( সাথে নিরাপত্তা)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ কয়েকটি Apps পেলাম কাজ করে দেখি মজার তাই আপনাদের জন্য শেয়ার করা, আজকের Apps টি হল Voice Lock!

আমরা অনেকে অনেক ধরনের লক ব্যবহার করি নিরাপত্তা এর জন্য, বেশির ভাগই Patten Lock ব্যবহার করি, আজ আমি ব্যতিক্রম ১টি ভয়েস লক নিয়ে আসলাম, আপনার মুখের কথা দিয়ে আপনার প্রিয় Android ফোনটি Lock করে রাখতে পারবেন। এতে অন্য জন আর মোবাইলটি আনলক করতে পারবেনা, শুধুমাত্র আপনার নিদিষ্ট কথাটি বললেই ফোন ওপেন হবে, না হলে কিন্তু হবেন হবে না! তাহলে আর দেরি কেন মজার Apps টি এখান থেকে Click Here TO downloadকরে নিন, বাকি কাজ টুকু আপনি নিজেই বুঝবেন আর না বুঝলেই ব্যবহার না করাই ভাল!


 
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment